যুক্তফ্রন্টের পাঁচ দফা দাবি ২০ দলের ফটোকপি: তথ্যমন্ত্রী
প্রকাশিত : ১৭:১২, ১৮ সেপ্টেম্বর ২০১৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুক্তফ্রন্টের পাঁচ দফা দাবি ও রাজনৈতিক অবস্থান হুবহু বিএনপি-জামায়াত ২০ দলীয় জোটের দাবি ও অবস্থানের ফটোকপি মাত্র।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেন, একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ কয়েকজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তির তৎপর হওয়াকে ষড়যন্ত্র হিসেবেও দেখছেন জাসদ সভাপতি ইনু।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী এই ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে খালেদা-তারেক ও জামায়াতকে সেইভ করার চেষ্টা বলে মনে করেন। তিনি বলেন, তারা অবৈধ সরকার আনার চিন্তা করছে। এ ধরনের মিশন ত্যাগ করার আহ্বান জানান তিনি।
এসি
আরও পড়ুন